সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪০
বিষয় – অভিমানী মন
ভুলের বাসর
প্রথম যেদিন দেখিনু তোমায় ভালোলাগা ছিলো মনে
সেই ভালোলাগা ভালোবাসা করে রেখেছি সংগোপনে
আঁখিতে আঁখিতে কথা কয়েছিলে, বলেছিলে ভালো লাগে
তাই তো তুমি আসো বারে বারে নব প্রেম অনুরাগে।
প্রেম কারে কয় বুঝিনি সেদিন ,শুধু হাসিটুকু ছিলো
সেই হাসি দিয়ে প্রেমের পরাগে নিজেই রাঙ্গিয়েছিলে
সাতই পৌষের মেলা বসেছিল শান্তিনিকেতন প্রাঙ্গণে
বন্ধুসাথীরা ঘিরেছিল সব তোমার আমার মাঝখানে।
বাঁকা চোখে দেখা ,হাতে হাত রাখা ,প্রেম নয় সে যে পাগলামি
আবেগের সেই চোখের নেশাকে প্রেম ভেবে কাঁদি এই আমি
সেই প্রেমকেই জিইয়ে রেখেছি ,ভুলতে পারিনি কখনো তা
তাহলে কি করে পাগলামি বলি? মনের গভীরে ব্যাকুলতা।
আজ তুমি চলে গেছ বহুদূরে ,আঁখি খুঁজে মরে অহরহ
কতো যে বোঝাই, বোঝেনা পরাণ, যাতনা যে বড়ো দুঃসহ
পেরিয়ে গেছে দিন, মাস, কাল ,ফিবছর আসে সেই সে দিন
কদম্বের তলে কয়েছিলে কথা, প্রথম প্রেমের দিন রঙ্গিন।
অভিমানী মন মানে না মানা, শুধু ফিরে ফিরে চায়
ভোলার জন্যই গেছে সে চলে, ফিরবে না সে তো হায়!
প্রথম দেখার সেই শুভক্ষণ রবে নাকো মনে ভুলে যাবে
জীবন নদীতে কত জল আসে, কত চলে যায় এই ভবে
পূণর্মিলন না-ও যদি হয় ভালোবেসে যাবো কথা দিলাম
শপথ ভাঙ্গার দায়ভারটুকু দেবো না তোমায় ,আমি নিলাম।
এই আশা নিয়ে বসে আছি শুধু যদি মনে পড়ে সেই তিথি
শেষ-যাত্রায় একবার এসো ,মরণের সাথে হবে ইতি।