|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় ধ্রুবজ্যোতি মিশ্র
by
·
Published
· Updated
পিয়ানো
নববর্ষের দিন ছেলেটার জন্মদিন, প্রতিবারই মা মরা ছেলেটাকে সেরম কিছুই দিতে পারেনা৷
এবছরের ছেলে বায়না ধরেছে জন্মদিনে একটা পিয়ানো চাই ই চাই, দুদিন ধরে সেরম কিছু দাঁতে কাটেনি ,বৃদ্ধা মা বলে দেখনা নবীন যদি দিতে পারিস,প্রভিডেন্ট ফান্ডের এর টাকায়,নয়তো আমার গলারটা বেঁচে দিয়ে৷ আজ বেড়িয়ে পড়ে,যেটা পছন্দ হয় দামে হয়না৷ একটি দোকানের সামনে হঠাৎ মনীষ দাড়িয়ে বলে বাবা দেখ ছোট্ট পিয়ানো, এইটা কিনেতো দাও৷ দোকানদার বলে ঐটা বিক্রি নেই,অনেক কাকুতি মিনতি করলে দোকানদার মালিক শ্যামলালকে ডেকে আনে, প্রথমটায় সেও বলে বিক্রি নেই। ছোট্ট মনীষ শ্যামলালকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলে দাও না গো!আমি বাজাবো।
শ্যামলাল আর পারেনা শক্ত হতে,মানিক কে বলে ওটা গাড়িতে তুলে দিয়ে আয় ,আর দাম নিবিনা কিন্তু, “ও যে আমাদের কৃষ্ণা আছে”।চোখ মুছতে মুছতে ভেতরে গিয়ে একটি আট বছরের ছোট্ট ছেলের ফটোর কাছে দাঁড়ায় শ্যামলাল।মানিক যেতে যেতে বলে বাবুর ছেলেটা আজ থেকে আট বছর আগে আমাদের ছেড়ে চলে যায়,তারপর থেকে এই পিয়ানো টা…, আজ মনীষ কে দেখে বাবুর কি যে হল ……..