• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় অহনা তাঁতী

সাদাথান

আজ পয়লা মাঘ । অনু স্নান সেরে বেরোলো । মাথায় একটা সাদা , কালো চেক গামছা জড়ানো । ভেজা পায়ে বেরিয়ে তার ঘরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় । মাথায় জড়ানো গামছা খুলে মাথাটা মোছে । কোনো রকমে জড়ানো লাল পাড় সাদা শাড়িটা খুলে ঠিক করে পড়ে । লাল আঁচলটা পাট করে ঝুলিয়ে দেয় বাঁ কাঁধে । মাথার গামছাটা খুলতেই লম্বা চুলটা খুলতে খুলতে এসে পড়ে পিঠের উপর । চুলটা আঁচড়িয়ে টিপের পাতা থেকে একটা লাল টিপ পরে নেয় অনু । সিঁদুর কৌটো থেকে সিঁথিতে সিঁদুর পরে । ডান হাতের অনামিকাতে একটু সিঁদুর নিয়ে বাঁ হাতের শাঁখায় লাগায় । আয়নার দিকে তাকিয়ে একবার লজুক হাসে ।
ঠাকুরের সিংহাসনের সামনে থেকে একটা রজনি গন্ধা ফুলের মালা নেয় । হেঁটে যায় টিভির কাছে । টিভির উপরে টাঙানো বিপিনের ছবিতে মালাটা পরিয়ে দেয় । তাহলে বিয়েটা পয়লা মাঘই ঠিক করা হোক । ঘরের এক কোনে বসে থাকা অনু তার হবু বর বিপিনের দিকে তাকিয়ে লাজুক হাসে , পরনে তার সাদা থান । বিপিনদের সবটাই জানানো হয়েছে । দুজনে পরস্পরকে খুব ভালোবেসে ফেলেছে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।