• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় অসীম কুমার চট্টোপাধ্যায়

শান্তির খোঁজে

অবনীর ছোট ছেলেটা ছাদে ঘুড়ি উড়াচ্ছিল । ঘুড়িটা গোত্তা খেয়ে পড়লো সামনের বাড়ির টালির চালে । সুতো ধরে টানতেই উড়ে এসে পড়লো রাস্তায় । আর ঠিক তখনই দেখতে পেল অবনীকে । বাবা আসছে , বাবা আসছে , বলে চিৎকার করতে করতে নিচে নেমে এল । অবনীকে ফিরে আসতে দেখে বাড়ির সবাই অবাক । ঘর ছেড়ে বাড়ির লোক উঠানে চলে এসেছে । ভুত দেখার মতন হাঁ হয়ে তাকিয়ে আছে অবনীর চুল দাড়ির আড়ালে ঢেকে থাকা প্রায় অচেনা মুখটার দিকে । সবাই যখন ধরেই নিয়েছিল যে সে আর ফিরে আসবে না , সেই সময় সবাইকে অবাক করে অবনী ফিরে এল । হাজার প্রশ্নের সম্মুখীন অবনী মুচকি হেসে উঠোনের মাঝখানে বসে পড়লো । সবাইকে ভালো করে দেখে নিয়ে বলল , শান্তির খোঁজে বেড়িয়েছি আসমুদ্র হিমাচল । অরণ্যের গভীরেও ঢুঁ মেরেছি । ব্যস্ত শহর থেকে শান্ত গ্রাম – বাদ দিই নি কিছুই । শেষে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে শান্তি যদি কোথাও থাকে তবে তা আছে নিজের ঘরে । মনকে বললাম , মন , চল নিজ নিকেতনে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।