কবিতায় বলরুমে সুপম রায় ( সবুজ বাসিন্দা )
by
·
Published
· Updated
ভাষা
হাজারটা সুড়ঙ্গের পরে একটা আস্ত পৃথিবী খোলা।
নানান প্রজাতির, নানান ভাষার
মানুষ ঘুরে বেড়ায় সেখানে।
জীবনও শেখাতে বাধ্য করেছে একাধিক ভাষা…
আমার অর্ধশায়িত ডাকবাক্সে ফেরত আসছে
একের পর এক পরাজয়ের মুহুর্তগুলো,
আবেদনপত্রের প্রত্যেকটা খামে
লাল কালি দিয়ে ইংরেজি হরফে লেখা – ‘রিজেক্টেড’।
জর্ডনে এবং গঙ্গায় ঝাঁপ দিতে চেয়েছি পরাজয়ের লজ্জায়,
এক মুহূর্তে শেষ করে দিতে চেয়েছি সব কিছু।
যে-ভাষায় আজ এত কিছু লিখছি
সে-ভাষাই আজ আঘাতে আঘাতে আহত।
অথচ সেই ভাষাই আমার মাতৃভাষা
এবং সেই ভাষার জন্য এত এতজন শহীদ।
মাতৃভাষার জয় হোক, বাংলা ভাষার জয় হোক।