|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || সোমা চট্টোপাধ্যায় রূপম

অন্ধকারপ্রেম
রাস্তারা অপেক্ষা করে আলোর নিভে যাওয়ার।
এক একটা অন্ধকার থেকে বেড়িয়ে আসে বাড়ি ফেরার তাড়া।
শহর সেজে ওঠে উত্তরাধুনিকতায়।
প্রেম পায় ভীষণ।
ভালবাসলে অন্ধকারপ্রেমী হওয়া যায় বেশ,
নিজেকে হারিয়ে ফেলা যায় নিজের মধ্যেই,
অপেক্ষায় স্বপ্ন সাজিয়ে আকাশও ছোঁয়া যায়।
লুকোচুরি খেলতে খেলতে লুকোনোর যায়গাগুলো চুরি করে মুঠোফোন।
ভালোবাসলেই ভাল রাখতে হয় কি!
নাকি দিব্য ভালোই থাকা যায় দুহাতে মুখ ঢেকে,
সিঁদুরে মেঘে আর অন্ধকার ভালোবেসে