কোথায় যেন রঙ লেগেছে
সঙ সেজেছে একলা বাউল,
গাজনতলার বাজনদারের হাতে হাতে
তুড়ুক তুড়ুক তালে নাচে চোতবোশেখের কোকিল মন।
সে মনে তার ভোরবেলাকার ঝিম বাতাস,
যাতরী টেরেন দিচ্ছে পাড়ি অনেকদূর,
একটা কথা না বলা থাক আটকে বুকে,
ঝিকঝিক ঝিক পাহাড় নদী গহন বন।
পলাশ তোকে রঙ দিলো কে,
সূজ্জি বুঝি,
তার কাছে তোর কোঁচড়ভরা অনেক ঋণ,
নেবুতলায় শুয়ে আছে কাহার লাশ,
মুখখানিতে ও মেয়েরে,
তোর সাথে যে বড্ড মিল,
কবে যে তোর মরণ হলো,
মরণ হয়েই বাঁচন পেলি,
মেয়েটি সে ডুকরে কাঁদে রাত্রিদিন।