• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

আলিঙ্গনে

শূণ্যতার গাঢ়ত্ব মেখে একাকী উঠোন অন্তিমের শয্যা সাজায় ৷ শ্বাসবায়ু গভীর আকর্ষে নিষ্কৃতি চায় ধূমায়িত অঙ্গার ভস্মে ৷ কেন এ স্খলন, বৃন্ত চ্যুতি ! ঝরে পড়া পাতাদের রোদনের কাল ! মধুমাসে কেন এই অসময় ধ্বংসের কবিতা লেখ হে ঈশ্বর ! তুমি তো ঘাতক নও, নও কোন বারুদের স্তূপ ! তবে কেন শরীর থেকে খসে পড়ছে পালক, পুড়ছে ফুসফুস, আয়ুরেখা ! আজ নিবিড়তা গচ্ছিত থাক আমের বোলে, গোধূলির বাঁকে ৷ বিদেহী রিপুর পথে অবরোধ, সংহার লিখে দেব ৷ লক্ষ প্রার্থনা স্পন্দিত হোক সন্নিবিষ্ট মহাকাশে ৷
আবার তিমির রাত্রি শেষে বিচ্ছেদ মুছে যাবে প্রগাঢ় আলিঙ্গনে ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।