• Uncategorized
  • 0

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| নারী আদি মুল

নারীকে কেন করছ হেলা
নারীই তো আদি মুল ;
নারীর জন‍্য এসেছ ভবে
নারীই দিয়েছে কুল।
পরুষ বলে গায়ের জোড়ে
বড়াই কর কিসে ;
নারী ছাড়া সংসারটা ভাই
ষোল আনাই মিছে।
নারীর গর্ভে দশ মাস-দশ দিন
নিরাপদে হয়েছ বড় ;
নারীর স্তন‍্যে লালিত হয়ে পুরুষ
তব দেহ করেছ দড়।
বংশ রক্ষা করতে পুরুষ
নারীকে করে সাথী
নারীই তো দেয় পুত্র-কন‍্যা
নারীই দেয় জ্ঞাতি।

২| ছেলে আমার ইংলিশ ম‍্যান

ছেলেটা আমার বড্ড স্মার্ট
পড়ে ইংরেজি স্কুলে ;
বাংলা টাংলা মোটেই জানে না
ইংরেজিতে কথা বুলে।
ইংরেজি তার খুব ফেভারিট
বাংলা বলতে লজ্জা পায় ;
দেশীয় কাপড় পরতে চায় না
কোট-প‍্যান্ট-সুট পরে গায়।
নিজের দেশ-জাত-ধর্ম নিয়ে
সদাই করে কটূক্তি ;
বিদেশী রীতি-নীতি-সংস্কারেতে
বড়োই তার আসক্তি।

৩| তুমি না বাসলেভালো

তুমি না বাসলেভালো , জানতাম না
ভালোবাসা কারে কয়।
তুমি না আসলে কাছে , বুঝতাম না
প্রেম কি করে হয়।
তুমি না ধরলে হাতে , জানতাম না
বন্ধু কারে কয়।
তুমি না থাকলে পাশে , বুঝতাম না
জীবন এত মধুময়।
তুমি না গেলে দূরে, জানতাম না
বিরহ কারে হয়।
তুমি না করলে হেলা , বুঝতাম না
প্রেম যে বেদনানাময়।

৪| জাগাও মানবতা

এসেছে পৌষ মাস
হাড় কাঁপানো শীত,
জাগাও মনে মানবতা
ভাবো শীতার্তের হিত।
ওরা সব দীন-দুঃখী
সহায়,সম্বল-হীন,
অন্ধ,পঙ্গু,বিকলাঙ্গ
সর্বহারা-দীন।
ওরা সব গৃহহারা
ফুটপাতই সম্বল,
ওদের গায়ে ছেঁরা বস্ত্র
নেই বিলাসিতা কম্বল।
আমরা যারা বিত্তশালী
টাকার নাই শেষ,
নিত‍্য কিনে নতুন কাপড়
ঘুরি দেশ বিদেশ।
আজ না হয় ওদের তরে
একটু ত‍্যাগ করি ভাই,
নতুন কিংবা পুরোনো বস্ত্রে
ওদের পাশে দাঁড়াই।

৫| শিশুর শপথ

খালি পেটে খাবো জল
ভরা পেটে খাবো ফল।
ঊষা কালে খুব হাঁটবো
সারা দিন অনেক খাটবো।
নিয়মের অধিক না খাবো
নিত‍্য একই সময়ে শুবো।
প্রাতে করবো শরীরচর্চা
ইস্কুলে করবো জ্ঞানচর্চা।
না জেনে তর্ক না করবো
জানতে গুণীর সঙ্গ ধরবো।
গুরু জনে করবো শ্রদ্ধা-ভক্তি
কুসংস্কার দূরে ধরবো যুক্তি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।