তুমি আমার আপন নাকি তুমি আমার পর?
তোমার সাথেই সঙ্গী হয়ে কাটছে প্রজন্মের পর প্রজন্ম বছর বছর
তোমার চোখে চোখ রেখে দেখছি ইহলোক
তোমার চোখে চোখ রেখে যাবো পরলোক।
যত আদর;যত কদর দিয়েছ ওগো মনের মতন
পেয়েছি ওগো কত সান্তনা,করেছ কত লালন;যতন
নারী মানে মায়ের ছায়া
নারী মানে প্রেমের কায়া
নারীর চোখেই দেখেছি আমি হৃদয় ভরা স্নেহ মায়া।
তুমি আমার প্রেমিকা?
তুমি কি সেই নায়িকা?
তোমাকে আজ মা বলতে ইচ্ছে হচ্ছে।
তোমাকে আজ,অভিভাবক বলতে ইচ্ছে হচ্ছে।
তোমাকে আজ;তোমাকে আজ
শীতের তোষকের মতো জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে।