গল্প লিখতে লিখতে
অনেকটা সময় পর রাত ভোর হয়
আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে
ঘুম চোখে খেয়ে নেয় ‘ভেজ স্যান্ডউইচ’
আমার আঙ্গুল ধরে রাস্তায় নামে
পিঠে এগারো কেজি ওজনের ভারী ব্যাগ
আমি ওকে স্কুল বাসে তুলে দিয়ে আসি
অফিস থেকে ফিরে মন্ত্র-মুগ্ধের মত শুনি
ছেলে ‘রাইম’ পড়ছে ওর পাঠ্য বই থেকে
‘হাম্পি ডাম্পি স্যাট অন এ ওয়াল’