অ আ ই ঈ…না সব বাঙালিরা হয়তো পরপর ঠিক করে বলতে পারবেন না অক্ষরগুলো তবে আমরা A B C D…টা পরপরই বলতে পারবো খুব সম্ভবত। কারণটা বেশি ভালোবাসা কম ভালোবাসা নয়, বিষয়টা হলো অভ্যেসের। আমরা বাংলাতে অভ্যস্ত হয়ে নিজেদের তথাকথিত “আনস্মার্ট” প্রমাণ করতে চাই না যেমন চাই না কম শিক্ষিত মা বাবা মানে যাদের জন্য অক্ষর জ্ঞানে জ্ঞানী আমরা মানে বর্তমানে অতিরিক্ত জ্ঞানী আমরা নিজেদের শিকড়টা ভুলে যাই।
আমি কোনো জ্ঞান ভান্ডার খুলে আপনাদের জ্ঞান দিতে বসিনি ওটার প্রয়োজনীয়তাটা কতটা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই উপলব্ধিটুকু বলছি মাত্র। এতক্ষণে আমরা হয়তো ভাষা শহীদদের নামে শ্রদ্ধার্ঘের নৈবেদ্য সাজিয়ে অ আ ক খ লেখা পাঞ্জাবি আর সাদা শাড়ী পরে বেশ কয়েকটা সেল্ফ মেকাপের ছবি ফেসবুকে পোস্ট করে ফেলেছি। সাথে একটা মাইক ও লাল সবুজ রঙচঙে পোস্টারের ছবি পেছনে ও সামনে আবশ্যিক ভাবে একটা স্পেশাল ইনফ্লুয়েনন্স আছে ছবিগুলোতে। এতকিছুর পর যদি এক মিনিট সময়ও থাকে তাহলে সামনের একুশে ফেব্রুয়ারির আগে পরপর অ আ ই ঈ আর ক খ গ ঘ টা পরপর বলা শিখে নেবেন। অনুরোধ রইলো।