|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় নব কুমার দে

ইচ্ছেগুলো
ভাঙা ডানায় আকাশ জয়ের স্বপ্ন
এক ঝড়ের বিকেলে কার যেন হাত ধরে ছুটছিলাম আম কুড়োতেে
ছুটছি ছুটছি
সারা পৃথিবীময় ধূলো দৃষ্টি ঝাপসা
একটা দীর্ঘ পতন
ধূলো ঝারতে ঝারতে কখন
বড় হয়ে গেলাম
এখনও ছুটি কিন্তু পড়ি না আর
হলদে রঙের প্রজাপতিটাকে হারিয়ে ফেলেছি
প্রেম নামের জামরুল গাছটায় জড়িয়ে রয়েছে লাখে লাখে শুঁয়োপোকা
সবাই মশাল হাতে জ্বালিয়ে দিতে চাইছে
আর আমি অফিস ফেরতা ছাপোষা বাঙালি
ক্লান্ত বিধ্বস্ত চায়ের কাপ হাতে স্বপ্ন দেখি ঝাঁকে ঝাঁকে প্রজাপতি
তারপর ঘড়ি দেখে নিভিয়ে ফেলি আলো
কৃত্রিম আঁধারে অভ্যস্ত খেলা
ক্লান্তির বীর্যপতন
ইচ্ছে গুলো
ছিড়ে ফেলে দিয়ে কবিতার খাতা
গাঁজায় দম গ্লাসে গ্লাসে টুং টাং
সবাই জীবন্ত মৃত্যু দেখতে চায়
সত্য ঘটনা অবলম্বনে
ঝুলন্তদেহ
আমায় কেউ প্রেম ফিরিয়ে দিতে পারো
সেই যে এক ঝলক দেখা পাওয়ার জন্য
তোমার বাড়ির রাস্তায় সাইকেল নিয়ে সাড়ে ছত্রিশ পাক
থাক সে কথা
একটু বৃষ্টি ফিরিয়ে দাও
বহুদিন শিল কুড়োয়নি
ইচ্ছেগুলো অবান্তর