|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

তোকে দিলাম
আগামী কি দেব তোকে
এক ঝাঁক উজ্জ্বল ভবিষ্যত,
এক স্বপ্নিল আকাশ,
আর হারিয়ে ফেলা সবুজ শৈশব?
তোকে দিলাম জ্বলন্ত এক যৌবন
দুপুর রোদে পায়ে পায়ে ঘোরা অবহেলা
সন্ধ্যার ফুসফুস ভরা হাসি
আর রাতে চন্দ্রিল স্বপ্নের শিহরণ।
তোর গন্তব্যহীন পথচলায় দিলাম
আমার চুরি যাওয়া একুশের পদক্ষেপ
আমার সুখহীন স্মৃতি ভাসিয়ে দিলাম
কফির টেবিলে সিগারেটের শেষ টানে
আমার হারিয়ে ফেলা ক্রোধ তোকে দিলাম
শহর উজানের আহ্বানে,
আমার কয়েকটা ভালবাসা,
অ্যালবামে রাখা সাদা কালর অহংকার সব তোকে দিলাম…
আমার সমস্ত নিল শিখার প্রহর, আত্মহনন, অভিমান, সব…
ভালবাসার পরশ মাখা প্রথম চুম্বন উড়িয়ে দিলাম আগামী আজ তোর অন্বেষণে।