কাব্যানুশীলনে সৌরভ দেবদাস

ঝিঝি পোকা
দূরে দাঁড়িয়ে আছি
তোমায় দেখব বলে
যদি আলিঙ্গনে
জড়িয়ে ধরো,
রাস্তায় ডাকছে ঝিঝি
তারা আসে সন্ধ্যে হলে।
ঠিক তোমার মত তারা ছড়িয়ে পড়ে
আমার শরীরে
আমায় ধরো প্লিজ
একবার জড়িয়ে।
তাতে কি হয় আবার?
তুমি করো প্রশ্ন,
অবাক হয়ে তাকিয়ে দেখি তোমায়
অনুভূতিটা বেশ উষ্ণ।
যদিও সেটা আবেগ মিশ্রিত
তোমার প্রতি প্রেম বিশেষ,
বেঁধেছি তোমার আলিঙ্গনে
আমি তোমাতে হবো শেষ।