কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী
নীরবতা – ২০
তোমরা বোঝোনি
কিংবা বুঝলেও বড্ড দেরি হয়েছেঅনবরত। বিচক্ষণতার বাণী চিবিয়ে
শুকনো জমিতে বীজ ছড়াও
অঙ্কুর-আঁশে, ফুল-ফল বাকি
আদৌ হবে কী। অপেক্ষায় তপস্যা নেই
বাতাসে CO থেকে সিএফসি
যতটা ব্যর্থ রাত
যতটা ব্যর্থ সৌর-সকাল
ভারতীয় কিংবা রোমান অক্ষরে, মাধ্যাকর্ষণ
ঠিক তার পরবর্তী স্টেপ, বিমূর্ত বিকর্ষণ!