কবিতায় শমীক জয় সেনগুপ্ত

জন্ম: ২২শে আশ্বিন ১৩৯৩ [ইংরেজি ৯ই অক্টোবর ১৯৮৬] কলকাতার নিউ আলিপুর অঞ্চলে। বাবা: শ্রী অভিজিৎ সেনগুপ্ত মা: স্বর্গীয়া কেতকী সেনগুপ্ত শিক্ষা: ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লেখালিখি শুরু ১৯৯৪ সাল থেকে। কচিকাঁচা সবুজ সাথী পত্রিকায় শিশু বিভাগে। সেই থেকেই লিটিল ম্যাগাজিনের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক যা পরবর্তীতে সপ্তপর্ণ পত্রিকা সম্পাদনা আর অভিজয় প্রকাশনীর প্রতিষ্ঠার সঙ্গে আরো দৃঢ় হয়েছে। আজ সপ্তপর্ণ ১১বছর অতিক্রম করে বাংলা লিটিল ম্যাগাজিনের জগতে পরিচিত নাম । এখন প্রত্যেক বছর অভিজয় সারা বাংলা জুড়ে জেলা ভিত্তিক স্তরে লিটিল ম্যাগাজিন সম্মান দিচ্ছে তাদের কাজের নিরিখে । বই: নদীর কাছে ওরা ক'জন (২০১৬) পকেট ফুল অফ জয় (২০১৭) পুরাবর্ত্ম (২০১৭) পুরস্কার: কচিকাঁচা সবুজ সাথী শিশু সাহিত্য সম্মান (১৯৯৬), সরলাবালা বিশ্বাস স্মৃতি সম্মান (১৯৯৯), চুনী কোটাল স্মৃতি সম্মান (২০১৮)

দ্বিধা

এখন জীবনের কাছে দায় নেই কিছু
মৃত্যুও বহুদিন আগে অব্যাহতি দিয়ে গেছে শোকের জঙ্গলে
যাপন বলে ছুটে যাই মায়ামৃগপুর
আমার পিছনে ছোটে ঋতুমন্ত একজোড়া চোখ
শরীরে চক্রধর ইষ্ট নারায়ণ আমাকে নিভৃতে নিয়ে
যতবার শরক্ষেপ করে
ততবারই ঠোঁট ছোঁয় অচেনা আগুন
মুছে যায় নিজে নিজে  দয়িতের ঘ্রাণ
যা মেখে স্বতন্ত্র থেকে একাত্ম হওয়া
দায়মুক্ত করে গেলে সোনার হরিণ
আমারও কামনা জাগে মৃত্যুর প্রতি ।
আসাটা জানান দিতে চৌকাঠ জুড়ে
পারিজাত  ছড়িয়েছে বোকা আশ্বিন
প্রস্থান জানাতে তারও দেখি ফ্যালফ্যাল চোখ
যে চোখে সকাল একা শবনমী রাতে মিশে যায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।