একটা কবিতা লিখতে বসেছি
প্রেমের কবিতা
বসন্ত নেই, শীতের ধোঁয়া ওঠা কফিকাপ নেই
নেই একটাও আদুরে আদর
আমার শব্দগুলো প্রেম চায়
প্রেমজ শরীর জুড়ে খেলাঘর
সব ভেঙে ছুটে যায় পথ হারানোর ছলে
তিসরি মঞ্জিলে
কিংবা জিমজ্যাম প্রেমির ক্যাটস আই চশমাতে
আসলে প্রেমটা কবিতা হয়ে গ্যাছে আগেই
তাই কবিতাও নিস্কৃতি দিয়েছে তোমাকে
প্রেমটা হয়েছে আগেই তাই তুমি দ্বিতীয় সত্ত্বা খোঁজো আমাতে
আসলে তোমার কবিতাটা আমি নই তাই প্রেম খুঁজি বারবার
প্রেমে পড়ি বারবার – তোমাতে।