কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল
by
·
Published
· Updated
আমার চিঠি খানি
প্রিয় অসমাপ্ত গল্পটার
জীবন সায়াহ্নে তোমার অনুভুতি
আমার সেই যুবক কাল ১৯৯৮সাল
কয়েক লাইনের একটা চিঠি
পৃথিবীর সকল সুখকর।
তাই ঐ অনুভুতিতে আজকের কবিতা।।
“”তুমি অপরুপা, তুমি অপ্রকাশিত
ভালবাসা!
তুমি কোন যুবকের দীর্ঘ নিশ্বাস
আবেগে আবেশে স্বপ্নময়ী
সৃষ্টিকারীর সুক্ষ্মদর্শী কারুকাজ।
আমার চোখে অমৃত চির সুধা রানী
তুমি অফুরন্ত, তুমি চির জাগ্রত
অপরুপ রুপে
আমার চিন্তায় ও সাধনায়।
ফিরে এস অভিমান রাখ
চোখে চোখ রাখ
কম্পিত দুরু দুরু বুকে
হয়ে যাও সেই কিশোরী
বয়ে নেও আমার চিঠি খানি।।