কর্ণফুলির গল্প বলায় স্বপঞ্জয় চৌধুরী

দেহান্তর

ইদানীং শরাফত সাহেবের একটা সমস্যা হয়েছে। কলিং বেলের আওয়াজ শুনলেই চমকে ওঠেন। ভাবেন এই বুঝি ইনকাম ট্যাক্সের লোক এলো। দুর্নীতি দমন কমিশনের অফিসার এসে এই বুঝি রেইট দিল। তার উপর এটা জুন মাস। দেশে চলছে অর্থনৈতিক মন্দা। সরকার ঘুষখোর দুর্নীতিবাজদের তালিকা তৈরি করেছে। অফিসের কলিগ শামসুদ্দোহা তার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সে নাকি গোপন তথ্যের ভিত্তিতে এই খবর পেয়েছে যে জনাব শরাফত তালুকদার এর নাম রেড লিস্টে আছে। ব্যস কাজ সারা। সেইদিন থেকেই তার মনে শান্তি নেই। ঘুমালে শান্তি নেই, বাজারে গিয়ে শান্তি নেই, টয়লেটে গিয়ে শান্তি নেই, ড্রইংরুমে বসে টিভি দেখে শান্তি নেই আর অফিসতো তার কাছে এক মূর্তমান আতংকের নাম। সেখানে অপরিচিত লোক দেখলেই ভাবেন এই বুঝি তাকে এরেস্ট করতে এলো। তারচেয়ে অনেক সুখী পোষা বেড়াল। কোন কাজ নাই সারাদিন খাবে দাবে ঘুমাবে মাঝে মাঝে ইঁদূর ধরবে অথবা কুকুর হলেও মন্দ হতো না রাস্তায় রাস্তায় ঘুরতো খাবার খুঁজত, যেখানে খুশি সেখানে যৌনকর্ম করে কুকুরছানা পয়দা করতো। তার এ জীবন কুকুরের চেয়েও অধম হয়ে গেছে। নিজের দ্বিতীয় সত্ত্বার কাছে সে প্রতিনিয়ত চাবুক পেটা খেয়ে যাচ্ছে। বুকের ভেতর এক অশান্তি তাকে খসখস শব্দ করে কষ্ট দিচ্ছে। তার ছাত্রজীবনটাই মাঝে মাঝে সেরা মনে হয়। কোন চিন্তা নাই, পয়সা কামাবার ধান্দা নাই। বাপের হোটেলে খাও আর বাড়িওয়ালার টয়লেটে মলত্যাগ করো। শরাফত অর্থনীতির ছাত্র ছিল। তার কাছে তার গুরু এডাম স্মিথ। যাকে অর্থনীতির জনক বলা হয়। এডাম স্মিথের মতে অর্থ উপার্জনই মুখ্য তা তুমি যেভাবেই উপার্জন করো না কেন। তাই বন্ধুদের আড্ডায় সে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতো নো ইথিক্স, নো ল, অনলি মানি ইজ ট্রুথ।মানি ইজ দ্যা সেকেণ্ড গড অফ এ ম্যান।এ নিয়ে তাকে নিয়ে কম হাসি ঠাট্টাও হতো না। তাকে থিপ অফ বাগদাদের আদলে থিপ অফ চিটাগাং বলে খেপাতো বন্ধুরা। কিন্তু সে বন্ধুদের খেপানোটা গায়ে লাগাতো না। নিজের বুঝটা ভালো বুঝতো। বিসিএস দিয়ে বনবিভাগের সহকারী পরিচালক হয়ে গেলেন অবশ্য ঘুষ দিয়ে তিন লাখ। আশির দশকে তিন লাখ কম কথা নয়। এখন যা কামিয়েছেন তা তিন দ্বিগুণে ছয় পুরুষ খেয়েও শেষ করতে পারবে না।

রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়েছে। ছোট ছেলে কলেজে পড়ে পাব্জি খেলায় ব্যস্ত, বড় মেয়ে এসেছে জামাই নিয়ে বেড়াতে আর বড় ছেলে চাকুরী করে ব্যাংকে তাই জুন ক্লোজিং এর কাগজ পত্তর নিয়ে ব্যস্ত। আজ মানসিক অশান্তি কাটাতে কিছুক্ষণ বজ্রাসন করে বসেছিলেন শরাফত। গৌতম বুদ্ধের একটা ডকুমেন্টারিও দেখলেন। মানুষ তার কমর্ফল অনুযায়ী মৃত্যুর পর তার আত্মা অন্য প্রাণিতে স্থানান্তরিত হয়। পুনঃজন্মবাদ। লোকনাথ ব্রক্ষ্মচারীও এই মতে বিশ্বাসী ছিলেন। শরাফত এর মাথার ভেতর এই আত্মা স্থানান্তরের বিষয়টি ঘুরপাক খাচ্ছে। সে ঘুমানোর চেষ্টা করছে। চারদিক আস্তে আস্তে নিস্তব্দ হয়ে আসছে। রাত বাড়ছে। তার মনে হচ্ছে তার দেহ আস্তে আস্তে হালকা হয়ে আসছে। তার হাতে পায়ে লোম গজাচ্ছে, দাঁতগুলো ধারালো হচ্ছে, কণ্ঠস্বর পরিবর্তন হচ্ছে। সে তার মেয়ে রুবিকে ডাকতে চাচ্ছে কিন্তু ডাকতে পারছে না। গলা থেকে ক্ষুধার্ত কুকুরের আওয়াজ বের হচ্ছে। সে বিছানা থেকে নেমে সবার সামনে দিয়ে চলে যাচ্ছে বাইরে। কেউ কিছু বলছে না। যেন এটাই হবার কথা ছিল। যেন সবকিছু স্বাভাবিক। সে একা রাস্তায় কালো রঙের একটা কুকুর হয়ে হাটছে। আশপাশের মানুষজনকে দেখছে অবাক চোখে। নাইট গার্ড মোসলেমের পাশ দিয়ে হেটে যাচ্ছে। সে হয়তো বলতে চাচ্ছে কিরে ব্যাটা সালাম দিলিনা। তোর চাকরি কাল থেকে নট। কিন্তু সে একটা কুকুর সে কীভাবে তার চাকরি নট করবে। তার সেই ক্ষমতা নেই। বেশি বাচিক করলে হয়তো উলটা ডাণ্ডার বারি পড়তে পারে। সে হোটেল সোনারগাঁ এর সামনে দিয়ে হেটে যাচ্ছে একটা পাগল তাকে বড় বড় ঢিল ছুড়ছে আর হো হো করে হাসছে। একটা ঢিল তার পিছন দিকের বাম পায়ে লেগেছে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে। সামনে একটা বিশাল ট্রাক আসছে তাকে ধামাচাপা দিতে। সে জোরে দৌড়াতে চাচ্ছে কিন্তু দৌড়াতে পারছে না। ট্রাকটা তার পেটের সামনে এসে হার্ডব্রেক করলো। শরাফত সাহেব ঘুম থেকে চিৎকার করে উঠে বসলো। তার সারা শরীর দিয়ে ঘাম ছুটছে। তার ঘরে মেয়ে আর মেয়ে জামাই ছুটে এসেছে, ছোট ছেলে ঘুমাচ্ছে নাক ডেকে। রুবি বাবার মাথায় হাত দিয়ে বলছে কী হয়েছে বাবা খারাপ স্বপ্ন দেখেছো। জামাই সুরা নাস পড়ে শশুড়ের কপালে ফু দেয়। তারপর কেবলার মতো হাসি দিয়ে বলে দিয়া দিছি ফু আর স্বপ্ন দেখবেন না। শরাফত অনেক কষ্টে রাগ কন্ট্রোল করে বলে তুমি তোমার ঘরে যাও আমি রুবির সাথে একা কথা বলবো। জামাই চলে যায়। রুবি বাবার পাশে বসে। শোন মা আমি ঠিক করেছি আগামী সপ্তাহে গ্রামে গিয়ে তোর মায়ের কবরটা জিয়ারত করে আসবো। তোর নানার সাথেও দেখা করে আসবো। পাঁচশো গরীব লোক খাওয়াব আর আল্লাহ চাহেতো এই বছরই হজ্জ্বে যাবো। রুবি বলে এটাতো খুব ভালো কথা। আস্তে আস্তে সকালের আলো ফুটছে। শরাফত সাহেব প্রাতঃভ্রমণে বের হয়েছেন। পার্কে দৌড়াচ্ছেন। হঠাৎ তিনি একটি দৃশ্য দেখে থমকে যান এ দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিলেন না। একটা কালো কুকুর যার পিছন দিকের বাম পা টা ভাঙা আর কুকুরটা তার দিকেই তেড়ে আসছে। শরাফত সাহেব দৌড়াতে চাচ্ছে কিন্তু দৌড়াতে পারছে না।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।