বালিকা তখন গাইছে গান একলা সকালবেলা
এই সকালে তবুও উদাস কেন পাড়া?
এক- একটা দিন এমনি হয়, সব সৃষ্টিছাড়া।
সারেগামার বুলবুলিটি আকাশে যায় উড়ে
বালিকাটির রাজপুত্তুর, সে আসে মেঘ ফুঁড়ে।
বলে- ও কন্যা তুমি মেঘের দেশে যাবে?
মেঘের ওপর মেঘের দেশে রাজপ্রাসাদটি পাবে।
পরনে তার রাজপোষাক আর পক্ষীরাজ-ঘোড়া
হাসছে যেন মুক্তোঝিলিক হাতে সোনার তোড়া।
বলে- কন্যে আজ থেকে তুমি আমার পরম সই
সোনার তোড়া পরিয়ে দিলাম আমার সাথে যাবে?
সেখানে ফুলপরী আর অনেক খেলার সাথী পাবে।
বালিকা তখন গান থামিয়ে অবাক চোখে চায়
রাজপুত্র হেসে- হেসে তার কাছে এসে তাকায়।
হঠাৎ যেন মেঘ কাটল হৈ! হৈ! জাগলো সারা পাড়া
মেঘের দেশে ছুটলো পুত্র নিয়ে পক্ষীরাজের ঘোড়া।
গানের পাখি বুলবুলিটি নেমে এসে বসে জানলায়
বালিকা টির চোখ ভিজছে তবু মন সারেগামায়।