T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অনিন্দিতা শাসমল

নতুন বছর,অবাক সকাল !

এ বছর হোক ভালো থাকার,
ভালো রাখার।
এ বছর হোক পাশে থাকার,
কথা রাখার ।
এ বছর হোক প্রতিশ্রুতির,
সুস্থ থাকার।
চাষীর মুখে ঝরে পড়ুক
পউষ পাবনের হাসি ,
মাটির সুরে বাজুক প্রাণে ,
কৃষ্ণকালার বাঁশি।
ভোরের আলো ফুটুক আবার
রাতের অবসানে,
নতুন বছর–অবাক সকাল,
রবি-নজরুল গানে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।