T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় হীরক বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
যতিচিহ্ন
একদিন ছুটি নেব।ভয়ে ভয়ে তোমার কাছে গিয়ে দাঁড়াব ,স্থির শান্ত আরাধনাশীল
সেদিন ও বৃষ্টি হবে, ছিপছিপে
সর্বগ্রাসে পূর্ণিমা জ্বলবে জ্যোৎস্নায়
শীতের কম্বল ফেলে
ছুটি নেব একদিন।সব রঙ শেষ হলে আকাশের ও প্রতীক্ষা ফুরাবে।শত্রু মিত্র সকলকে ডাকো আজ,হিংসা ও সুন্দর হোক।ক্ষমার অযোগ্য ছিল না কোনো কালে।প্রাচীন বটের মতো নিরঙ্কুশ…
সেই কথা বলো আজ
বলো, কপালকুন্ডলে
শুনে সে কাপালিক সর্বস্ব চাক
সে দৃষ্টি সহসা মরিয়া
তারপর বহু দিন বাদে
যে কথা বলোনি তুমি আগে।শূন্য বেদীর উপর
কথা বলছে অনর্গল বসন্তকাল।দেখো ,বৃষ্টির ওপারে ভবিষ্যৎ ছায়াপথে যেন কোনো যতিচিহ্ন
না থাকে…