তুমি কি প্রোথিত দর্পণ? উড়ে এসে জুড়ে বসো মনের ওপর? স্বপ্ন কাঁধে ফেরি করো দিনরাত? কি আছে স্বপ্নের ভেতরে? জ্যোৎস্নাপূর্ণ নদী? গোলাপের ঢেউ? পঙ্খিরাজ? একি যাতনা মর্মে এসে যে বিঁধে গেল! যা কিছু সম্ভব নয় অসম্ভবের অনিবায দূরত্বের পরিমাপ। রঙধনু রঙ স্বপ্নের ভেতরে ঢেলে দেয় (অ) স্বপ্নের অনন্ত দাহ। এক অদ্ভুত স্বপ্নবৃত্তান্ত বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কোথাও ঘ্রাণের তীব্রতা নেই (অ) ঘ্রাণের ভেতরে ঝলসে যাওয়া অন্ধকার, উড়োখড় আর ঝরে পড়া পাখির পালক। কি হওয়া উচিত ছিল; আর কি হয়নি এ নিয়ে য্যানো কোনো বিড়ম্বনার শেষ নেই, স্বপ্নগুলো উড়ে উড়ে ছোবল উঁচায়। চারপাশে এতো বিষাদ, অভিমান আর বৃক্ষের বিরহ সহ্য হয় না আমার। সংশ্লিষ্টতা বলতে কিছুই থাকে না। ‘সবকিছু চলে যায় নষ্টদের অধিকারে?। তাহলে মানুষ হিসেবে আমার অপরাধসমূহ কিসে?’