যাত্রা শুরুর আগেই যদি ফেরার কথা মনে হয়
তবে জেনো মোহ কিছু অবশিষ্ট আছে
ঘুমে জাগরণে কিছু আর্ত শব্দ
ভাসছে কোলাহলে
দুপাশে অনন্ত জলধি মাঝখানে মৃত্যুর খেলা
দিবা, দ্বিপ্রহরে
উথ্বান পতন জীবনের আহ্বানে জাফরির
মৃদু আলোছায়া
বসার ঘরে নকশীকাথা ছন্দ মাত্রা ভুলে
কল্পনায় শিহরণে ডাকছে চ ই চ ই
চ ই চ ই ….
তারপর বহু দিন বাদে জমানো ছুটির মতো
ঝরে ঝরে পড়ে অভিমান উপেক্ষা সন্দেহের বিষ
যাত্রা শুরুর আগে যদি ফেরার কথায় মনে হয়
তবে জেনো সংসারের আনাচে কানাচে
স্নেহ মায়া অত:পর ভালবাসা কিঞ্চিত
রয়েছে এখনো …
৪। সুন্দর
খুব ভালো লাগল, খুব ভালো লাগতো শুরু থেকেই
আপনার মতো ভালো কাউকেই লাগেনি
এ আপ্ত বাক্য মিথ্যে হোক
তবু যে কোনো পুরুষ
যে কোনও নারী
শুনে যেতে চায় আজীবন
সাহস থাক আর না থাক
এটাই পৃথিবীর আদিম এবং শেষতম
প্রেমের কবিতা ….