কুসুম নিও না কেউ হাতে
এখানে চুলের ঢেউয়ে কুসুম ভাসানো মানা
আমাদের কুসুমিত মেয়েরা
বহুকাল পুষ্পরাগে সাজিয়েছিল দেহ
মুখে লোধ্র রেণু ; হাতে লীলাপদ্ম ;
সেই শৃঙ্গার দেখে সাদা দেবলোকের ছিল অপাবৃত লোভ ।
আমাদের পুরুষেরা কুসুমের আগুনকে
বহুকাল বুক পেতে নিয়েছিল
আগুনের মশালকে হাতে নিয়ে হেমন্তের যুবকেরা
অরণ্যে অরণ্যে জ্বেলেছিল হা-হা দাবানল।
আমাদের মেয়েরা দেবদাসী ছিল না কখনো
আমাদের পুরুষেরা আসলে মর্ত্য দেবদূত।
ওদের নিহিত প্রেম কুসুমকে ঘিরে
ওদের নিহিত প্রেম আগুনকে ঘিরে
এখানে কুসুম ফোটেনা তারপর।
এখানে আগুন নেই জেনো
আগুনের গোধূলি আলোয় কিছু মায়া জেগে থাকে
ছায়ার মতন চিরন্তন।