দীপাবলি তে আলো জ্বেলে
আঁকবে আলোর আলপনা,
মা আসছেন এটা আমাদের
আনন্দ আর ভীষণ শান্তনা!
সন্তান ছেড়ে মা থাকে না,
মা ছেড়ে সন্তান রা কাঙাল,
আলোয় আলোয় মাতবে
শহর, মেতে উঠবে অলিগলি!
অসুরের রক্তে তৃপ্ত হন মা,
চান না তিনি কখনো পশুবলি,
তিনি চান, কাম ক্রোধ, মোহো
মদ, আর মাৎসয্য, অসুর বলি।
অসুরের বাস মোদের মনে,
উনি চান এদের সদাই নাশ ;
মুণ্ডমালিনী, মহামায়া হাতে অসি
নিয়েই থাকে, তেমন যেনো
মেয়েরা অনুসরণ করুক মা কে!
চৌদ্দ পুরুষ কে পথ দেখাতে
জ্বলবে কতো আকাশ প্রদীপ;
বিজলী বাতিতে মরবে জীবাণু,
বাজিতেও রোগের বিনাশ তবে ;
আগুনে ঝাঁপ দিয়ে মরবে তারা
জীবাণু মুক্ত অনেক এতে হবে।
২| শব্দ দূষণ
শহরে বাস করি তাই
সকাল থেকে রাত,
নানান রকম শব্দ শুনে
হয়ে যায় শব্দ বিভ্রাট।
সকল শব্দ এক সাথে মিশে,
কানের মাথা খেয়ে নিলো ;
জুড়াই আমি কিসে ?
ঘুম আসে না এজন্যেই,
সামনে হাসপাতাল
রোগীদের কি কষ্ট হয় বুঝুন
কেমন বেসামাল!
পূজা তো নয় মজা শুধু
বাজায় যখন ডিজে ;
মনে হয় পাগল হয়ে যাবো,
কিছু করার নেই তো নিজে!
সামনে থানা ষ্টেপ নেয় না,
বলে না এসে থামাও ;
রাত দশটার পরে এখন
চালিও না কমাও!
তখনি তো মজা এদের,
মদের নেশা বাড়ে ;
বাড়ি ফিরে সিরাজ রা,
বৌকে ধরে মারে।
জানে না ওরা, বাচ্চা
গুলোর ছিঁড়ে যাবে কানের পর্দা ;
অশিক্ষা এদের অমানুষ করেছে ;
কেবল বড়োরা জোগায় ময়দা।