কবিতায় বলরুমে জয়া বসাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভিন্নপ্রকার আলোর রূপ
অন্ধকারেও আলো ছুটে আসে,
যেখানে যাওয়া যার বারণ
ছিদ্র থাকে মনের মধ্যে অন্ধের বেশে ;
আলোর মধ্যেও আলোবিহীন শূন্যতা অকারণ !
তুমি খুঁজে চলেছ জোনাক আলো
আমি হাতরে মরি অন্ধকার
বিশাল তোমার গভীরতার ক্ষত
আমারই, দোষ -ভুলের বললে বিরাট আকার।
পত্রকুটিরে মাটির প্রদীপ
হাওয়ার কাছে দোটানা
আলোর মধ্যে জীবনকূপ
চোখের পিছনের কালো ছায়া, নিজেকে মাপেনা ।
রঙমশাল কারও একার নয়
সূর্যের কাছে প্রশ্ন করো—
শীতলপাটি বিছিয়েও রাজত্ব হয়
মনে রেখো, হিংস্রতা আঁধারে ডোবানো।
বিষন্নতার ভার জীবন কিনেছে
গতিময় রোশনাই ফুরায় হাজার
সব শেষে অতীত পুরনো বর্তমানের ভুলে
যতই ঘিরুক অন্ধকার সকল, আলো কিন্তু যাযাবর।