তখনো বোতামে কোনো জামা জন্মায় নি।
আমিও গানের মতো গড়িয়ে পড়ছিলাম
চোখের মহোৎসব ডাকে।
তুমি কিছু মাখন স্বাদ চাইতেই অগত্যা সেজে উঠতে হলো।
এখন পকেটে শুধু মনকেমন হাঁটে।
শব্দ করে জিভে জব্দ জল।
খিদে পায় অনাথের মতো।
কেন এতো দুপুর দেখালে তুমি বলো?
আমার তো চুম্বনই অসুখ সারাতো