।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নাসির ওয়াদেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কথা ছিল
একটু সরে আসেনি জোয়ান ঘাসের বুক
শীতকালীন মধ্যাহ্নের বনবাস
কথা থাক পাঁজরে, পোড়া ধুলোর সাথে
কতদিন দেখি নাই মাধবীর লেবাস
সারা শরীরে জন্মদাগ দেখেছি
সন্ধ্যার সংকেত-ধ্বনি, পৌষো শিশির ,
আধপোড়া পাতার ইঙ্গিত শীৎকারে
কুয়াশার বুনো দাঁতগুলো ছিঁড়ে
শুধুই ভেসে যায় হেমন্তে কাঁটাছেঁড়া শির
নজরবন্দী কাঁচ অচেনা স্তন ছুঁয়ে ঘোরে
মেঘরঙা কিশোরীর এলোরোদ চুলে
উন্মাদে ফেটে পড়ে
ছায়াদীর্ঘ শেকড়ের স্বাদহীন ভাষা
কথা ছিল হিমবর্ষী জোৎস্নার সুখের প্রত্যাশা
এক চুল সরে আসেনি কাম উপবাস
কস্তুরীরঙের মাংসলকুড়াল হানে লাশ
উন্মাদ চৈত্রের অচ্ছায়া রোদ্দুরের ঘ্রাণ
মান অভিমান…
তোমাকেই ফেলে আসা
শুধু তোমাকেই ফেলে আসি স্মৃতি দুর্বল
জোনাকিরা জোৎস্না হয়ে জ্বলে
স্টেশনের গায়ে গা ঘেঁষে দাঁড়ানো দিন
ঝিরঝির বৃষ্টিতে ছাতাটির তলে
নীরবতা মুখ ঢাকা বাইরের ঝড়ে
তোলপাড় বুক ঝড়ের শহরে
তুমি নেই ছিলে না কোনদিনই
শান্ত নদী বহমান কুলকুল স্বরে
এ পাড়ার চাঁদ মুখ ঢেকে প্রত্যহ আসে
বসে থাকি লালদিঘিটির পাড়ে
মাথায় ঘোমটা কপালে সূর্য টিপ
অন্য পাড়ে দুটি হাত আজও শুধু নাড়ে
রাত্রি আসে, জোৎস্না চুষে খায় শহরের ঘাম
ঢেউ জাগে জলে ছল ছল ছল
মায়াবী আয়না জলে মুখচ্ছবি তার
ভেসে আসে ভিজে চোখে জল
প্রেম ছিল, রাধারাণি একান্তে গোপনে
ডুবেছে লাল জলে পথ নিশীথিনী
দুটো মন যমুনার কৃষ্ণ সলিলে
ভেসে চলে নীরবে প্রিয়া কুমুদিনী