পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৫
বিষয় – নারী নির্যাতন
তারিখ: ০৬/১০/২০২০
কাম
নামগুলো শুধু পাল্টে যায়
একই থাকে ঘটনা
নারী মানেই শুধুই দেহ
পুরুষ শরীরের কামনা
শুধুই রক্ত-মাংসের আঘ্রাণ
তৃষ্ণা জাগায় কাম
বৃদ্ধা, শিশু, যুবতী,যা হোক
এতো বিচারে কি হবে? শুধু লিঙ্গেই তার নাম
বন্যেরাও ভয় পায় আজ
দেখে হিংস্রতা
সভ্যতা নাকি এগিয়েছে অনেক
কই? দেখি সেই আদিম বর্বরতা
কামের আগুনে জ্বলছে সমাজ
প্রতি ঘরে জ্বলছে স্ত্রী, মা,বোন
ওহে কামুক, চেয়ে দেখো বারেক
সুরক্ষিত আছে তো,তোমার গৃহকোণ?
যে কামের আগুনে
পোড়াচ্ছ কারো চিতা
সেরকমই কোনো আগুনে
তোমারও ঘরের লাজ না হয় ধর্ষিতা
সেদিন আর নেইকো দূর
যেদিন হবে ঘরে ঘরে হাহাকার
কারো শরীর জ্বালিয়ে এসে
তুমি নিজেও করবে তোমার প্রিয়জনের সৎকার…