মার্গে অনন্য সম্মান শুক্লা বিশ্বাস (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৩
বিষয় – প্রাক আগমনী
তারিখ: ২৬/০৯/২০২০

এসো জগন্মাতা

দু হাজার কুড়ি ফোটার আগেই হাহাকার,
চৈত্রের শেষ বেলায় দেয়নি এতটুকু ছার।
হলোনা গাজন মেলা বোশেখের আলাপন,
সবকিছুই ফিকে, শুরু বিষাক্ত বিষে মরণ।

পাঠ্য জগৎ মুখ থুবরে, চলছে অনলাইনে
দূর গ্রাম গঞ্জে পড়াশুনা অস্তমিত স্বপনে।
নবম দশম একাদশ দ্বাদশ চলে রূদ্ধশ্বাস,
বাকী চাল ডাল তেল নুনে বাঁচার আশ্বাস।

ছয় মাস অতিক্রান্ত, ছাড়েনা বদ্ধ জীবন
কোভিত উনিশে ব্যতিব্যস্ত আমাদের ভুবন।
মন্দির মসজিদ চার্চে মিথ্যাই মাথা রাখা,
বিজ্ঞানের গতি থমকে, ভীত ব্যর্থতা শেখা।

ফাগুন, গ্রীষ্ম,বর্ষা শেষে ঝলমলে শরৎ কাল
আমফানের দাপটে প্রকৃতির রূপ বেসামাল।
লকডাউন, সাথে মৃত্যুর ছবি মানবের মনে,
অন্যেরা কর্মহীনতায় ভোগে দেশের জনগণে।

প্রকৃতির ষড় ঋতুতে আকাশে মেঘের ভেলা
জানিয়ে দেয় আগমনীর আলোর মেলা।
হয়েছে মহালয়া, হয়েছে তর্পণ মাস্ক বাঁধা মুখ
নেই ঘরে খুশি, নেই কেনাকাটা নীরবতায় সুখ।

নিয়মে বিরাজ করছে বাঙালির ঘরে মলমাস,
মা উমার হয়তো নিঃশব্দে কুমোরটুলিতে বাস।
চারিদিকে হাহাকার, নেই কাজে সাহায্যের হাত
নিম্নবিত্ত চায় কাজ, মধ্যবিত্তের বিনিদ্রায় রাত।

আগমনী দিয়েছে খবর, প্রকৃতি দিয়েছে সাড়া
সোনালী সকালে শিউলি ফুলের দেখি তাড়া।
আসুক ধরায় জগন্মাতা মুক্ত হোক ধরণী তল,
রোগমুক্ত বিশ্ববাসী পাবে বাঁচার মানসিক বল।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।