গদ্যে তনিমা হাজরা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
কবিতার শরীর মন
Acrostic poem এমন একটি পদ্যছন্দ যেখানে পর পর লাইনের প্রথম, মধ্যবর্তী অথবা শেষ অক্ষরগুলি একসাথে মিলে একটি মেসেজ দেবে।
Acrostic শব্দের অর্থ ছন্দোবদ্ধ ধাঁধা বা চিত্র।
আমি নিজের মতো করে বাংলায় লিখে বোঝাবার চেষ্টা করেছি-
প –রস্পরের প্রতি ভালবাসা
রি- -তি রেওয়াজ মেনে চলা
বা –ধা বিপত্তিতে একসাথে লড়াই
র- -ঙিন সম্পর্কের বন্ধন
Acrostic poem – এর ধারার বৈশিষ্ট্যকে মূলভাব করে আমি একটি নতুন ছন্দ ধারা ভেবেছি। এখানে সব লাইনের একটি করে শব্দ নিয়ে একটি একটি চিত্র ফুটে উঠেছে।।
সেগুলি পাশাপাশি ও উপর নীচে দুদিকেই অর্থবোধক।।
ধরুন এর নাম দিলাম– চিত্রশব্দ ছন্দ
তুই ।।।।।।।কি।।।।।।আমার।।।।মনের।।।।সুখ।।।।
ডাকিস।।। বলে।।।। সাথে।।।। পাখি।।।। উড়ানমুখ।।
যখন।।।।। সুর।।।।।। হৃদয়।।।। বনের।।। আকাশে।।
মন৷৷৷৷৷ বেঁধেছিলি।।।পালের।।।কাছি।।। স্বপ্নভাসে।।
বৃষ্টি।।।।। সেতারে।।।।গহীন।।।। লাগাম।।।রাত্রিদিন।।
তখন।।।। তোর।।।।।।নাও।।।।। টানে।।।।বিরামহীন।।