বাতাসে অনেক বারুদের গন্ধ
মাটির বুকে অনেক জল, রক্তে সাদা -কালো পৃথিবী শ্মশানের আগুনে বর্ণময় হয় ॥
তবুও বিপ্লব শেষ হয় না , বিপ্লব দীর্ঘজীবী হয় , বাধ্য হয় ॥ জাতের নামে বজ্জাতি , ধর্মের আগুনে দগ্ধ সভ্যতা , গঙ্গা -পদ্মার পবিত্র জলও মুছে দিতে পারেনি রক্তাক্ত ভাষার যন্ত্রণার কথা ॥ ভাষার ও জাত যায় ॥
সাম্রাজ্যবাদের দস্যুবৃত্তি চুপিসারে ধর্মান্তরিত করে ভাষা
লুণ্ঠিত , ধর্ষিত , অমানবিক বর্বরতা নেমে আসে , লাশের স্তূপের উপর অর্জিত মাতৃভাষার অধিকার রক্ষায় ॥
ঊনিশো বাহান্নর বাঙলা , ঊনিশো একষট্টির বরাক , ঊনিশো ছাপ্পান্নর মানভূমের ইতিহাস রক্ষিত হয় ঊনিশো নিরানব্বইয়ের অমর একুশে ফেব্রুয়ারি ॥
ভেবেছিলাম এখানেই শেষ রফিক , কমলাদের আত্মত্যাগের ভাষা বিপ্লব ॥
আজ আবারও আক্রান্ত , অবহেলিত গৃহদাহর আগুনে আত্মহননের পথে ‘ ‘ আ মরি বাঙলা ভাষা ‘ ‘ ঈশ্বরচন্দ্রের ভাষা , রবীন্দ্রনাথের ভাষা আবারও অস্তাচলে পাশ্চাত্যের জলে ॥ আর হয়তো শহীদের রক্ত ঝরবে না
বারুদের ঘ্রাণে জ্বালা ধরাবে না , অশ্রুসিক্ত জলে নতজানু হয়ে সংরক্ষণ ভিক্ষার দাবী জানাবে রক্তাক্ত ভাষা বিপ্লব ॥