যখন মনে হয়ে,
আর থাকব না একদিন তোমার সাথে,
সকল পার্থিব আনন্দ এক নিমেষে,
আঁধারে রূপান্তরিত হয়,
সকল বিচার বুদ্ধি লোপ পায়,
সেই ক্ষণে,
মনকে বোঝাতে অক্ষম আমি,
এক নৈরাশ্য গ্রাস করে,
এই মন প্রাণকে,
কিংকর্তব্যবিমূঢ় আমি!
চেতনার স্রোত অদম্য,
ঘুরে ফিরে আসে আর যায় তোমাকে ঘিরে!
প্রেম বুঝি দ্বিগুন হয়ে ধরা দেয় তখন,
কিন্তু তাতে আজ গ্লানি কেন?
এক প্রশ্ন মনের আনাচে কানাচে,
উঁকি দেয়,
আর মিটমিট করে হাসে!
আমার মনে হয়ে,
এক নিষ্ঠুর বিদ্রুপ!
মনে করাতে চাই এক চরম বাস্তবকে,
যা পড়ন্ত বিকেলের সূর্যের মত স্নিগ্ধ,
বা দখিনা বাতাসের মত মনোরম নয়!
সে এক সত্য,
ভাবলেই কাঁটা দেয়!
চিরকাল থাকবে কি সে?
নিয়ম অনুযায়ী বিদায় তো নিতেই হবে,
তবে কেন তা ভেবে,
নষ্ট করছ এই মুহূর্ত!
চেতনার এই সত্য,
যেন অগ্রাহ্য করে এই চিত্ত,
যতই বোঝাই এই পোড়া মনকে,
ততই যেন অবুঝ সে!
দিশাহারা,
ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক–
মনটা যদি একবার একটু শান্ত হত,
ভালোবাসাকে নতুন করে,
ভাবতে পারতাম তাহলে!
নেই সেই পথ,
নেই সেই রেখা,
নেই সেই অবকাশ!!