শনিবারের ছড়ায় বিকাশ আদক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
খোকার প্রার্থনা
মাগো, করোনা কী যাবে না আর?
আগমনীর সুর যে বাজে;
দূরের থেকে ঢাকের আওয়াজ-
আকাশ কেমন সোনার সাজে।
নদীর ধারে কাশের মেলা,
ডালে ডালে শিউলি ফোটে;
ছাতিম ফুলের গন্ধে মাতাল
বাতাস দেখো যায় হেসে।
কচি ধানের শিষ যে দোলে,
উঠোনে কেমন মালতী হাসে-
বকের সারি পাখা মেলে
পুজোর গন্ধ ভেসে আসে।
বড্ড বাজে করোনা’টা, হতচ্ছাড়া-
কবে এসেছে যায় না আর,
আচ্ছা করে দাও না বকে
হয় যেন সে পগারপার।
নতুন জামা, কত প্যান্ডেল
কত খাবার দোকান সারি;
পুজো মানেই সবার সাথে-
ভেস্তে দেওয়া সকল আড়ি।
থমকে গেছে সকল খুশি,
কত আনন্দ ছিল সবার;
মিনতি মাগো করজোড়ে-
ফিরিয়ে দাও সব এবার।