কবিতায় প্রভাত মণ্ডল (বাংলা লতিফা – ৭)

যদি স্রোত আসে

স্রোতস্বিনী নদীটা থমকে গেছে
ভরে গেছে কচুরিপানা চারিধারে,
বহু কষ্টে মাথা তোলে পানকৌড়ি শ‍্যাওলার ভিড়ে।
হঠাৎ যদি স্রোত আসে,
দুকূল ছাপিয়ে নদী ছুটে চলে মোহনার দিকে ;
মিশে যায় সাগরের সাথে সেই চেনা ছন্দে।

 ভেসে ওঠে মুখ

ক্লেদাক্ত শরীরে মাটির গন্ধ,
ভেবেছিল রক্তনদী পার হবে;
হঠাৎ গোধূলি পেরিয়ে সন্ধ‍্যা নামে,আঁধার ঘনায়।
কয়েকটা পোড়া রুটি সানকিতে,
ভেসে ওঠে মুখ,কতগুলো ঝরে যাওয়া ফুলের;
তবু দু-চোখে স্বপ্ন নিয়ে ঘর বাঁধে প্রতিরাতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।