|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় কিশলয় গুপ্ত

প্রেম পেলে এমন লিখি-২

বুকের উপর পাথর রেখে আতর মাখি গায়
গীতবিতান- কে বেসুরো গায়
সুখের কথা মুখের কাছে মাছির মতো ওড়ে
মন তুই শোন- ভিতরে কেউ পোড়ে
বনের আগুন মনের মাঝে হিল্লোল জাগায়
গীতবিতান- কে বেসুরো গায়
ফাগুন বড় বেশরম গো বারে বারে আসে
সবুর করো- কেউ তো ভালোবাসে
কড়া রোদের চড়া বার্তা বেশ লাগে চামড়ায়
গীতবিতান- কে বেসুরো গায়
পায়ের কাছে অনেক মাটি রাতের কথা বলে
তাকিয়ে দেখি জলেও আগুন জ্বলে
কষ্ট শেষে স্পষ্ট করে চাঁদ হাসে বুকটায়
গীতবিতান- কে বেসুরো গায়
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।