সাতে পাঁচে কবিতায় শুভ্রজিৎ চোংদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মহামারী
আকাশ জুড়ে চিল উড়ে বেড়াবে।
শকুনিগুলো আবার জন্ম নেবে-
ফিনিক্সের মতো।
পেঁচারা দিনের ঘুম বন্ধ করে,
চিল-শকুনির সাথে বন্ধুত্ব পাতাবে।
মহানন্দে চিবিয়ে খাবে,
মানুষের পচাগলা মৃতদেহ।
তুমি হয়তো বাঁচবে;
একাই হেঁটে যাবে একটা গোটা যুগ।
প্রবল মাংস পচা গন্ধে বিভোর হয়ে,
লুটিয়ে পড়বে একা।
মৃত ভেবে তোমার দিকে হাত বাড়াবে,
তোমার পোষ্য কুকুর’টাও।
হাজার গন্ধে, তোমার গন্ধ চাপা পড়ে যাবে।
চিনবে না,
খুবলে খাবে…।
তুমিও হারাবে সব!
তুমিও হবে শব।
একটা গোটা সভ্যতা হারাবে তোমার হাতে,
তোমার চোখের সামনে।