ভোলে বাবা পার করে গা,
রাম শ্যাম যদু মধু মরগে যা।
হোক প্রতিবাদ মিটিং মিছিল,
আয় বেড়িয়ে আর কতদিন দিবি রে খিল।
শারীরিক দূরত্ব চুলোয় যাক,
পরে পরবি মুখে মাস্ক ।
হোক প্রতিবাদ জোরালো ভাবে,
নইলে দেশটাকে ওরা বেঁচে খাবে।
চলছে এখন সার্কাসের খেলা,
এক্ষুণি মুখ না খুললে বুঝবি ঠেলা।
অন্ধকার অন্ধকার অন্ধকার,
বসে তো থাকবো না আর।
আমরা থাকবো আগেআগে তোরা থাকিস পিছে ,
মরতে তো একদিন হবে ,ভয় করছিস মিছে।
ফাঁকা মাঠে গোল—- কখনো না,
দিন তো আছে হাতে গোনা।
বেড়িয়ে আয় বেড়িয়ে আয়,
বুঝে নিবি কড়ায় গন্ডায়।
ত্রাণ নিয়ে যা হচ্ছে স্বজন পোষন,
এখন প্রতিবাদ মিছিল না করলে করবি কখন।
অফিস ভাঙচুর থানা ঘেরাও,
কার পেছনে জনশক্তি বুঝুক ওরাও।
ভোলে বাবা পার করে গা,
লেজটা কোথায় এ যে দেখি শুধুই পা !