মাতৃ গর্ভে গোরে ওঠা একটা ভ্রূন তিল তিল করে বেরে ওঠে।
সৃষ্টি হয় একটি সন্তান, কখনো সে ছেলে বা কখনো মেয়ে।
মায়ের লালনে বেড়ে ওঠে একটি সন্তান ধীরে ধীরে।
মা চায় না সন্তান কে হারাতে কখনো,সে যেমন ই হোক!
পরিবেশ এবং সহযোগিতার অভাব ঘটে কখনো কখনো।
নেমে আসা অন্ধকারে মা বাবার আর্তনাদ।
মরন বাঁচান খেলায় তখন দিশেহারা।
পথে পথে দ্বারে দ্বারে বাড়িয়ে দেয় হাত একটু সাহায্য।
কৃপণ হয়ে যায় সাহায্যে হাত!
মা বাবার চোখের জলেই লুটিয়ে পরে সন্তান।
হয় মৃত্যু এক নিস্পাপ সন্তানের আমাদের এই সমাজের বুকে!