কাব্য কথায় উৎপল সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমায় দেখতে চাইনি
আমার টিনের চালার বেড়ার ঘরে
তোমায় দেখতে চাইনি;
হৃদয় আমার ভাঙল ঠিকই
তোমার ক্ষতি হয়নি।
ভাঙা মনের আড়ালেতে
জলের টাপুর টুপুর;
আমার আকাশ মেঘলা হলেও
তোমার ভরা দুপুর।
যত্নে বোনা স্বপ্নের জাল
মনের মাঝে আজও বহাল
মায়া জালে মন জড়ালেও
তোমায় বাঁধতে চাইনি।
মনের যখন দরজা খুলে
তোমায় আমি দেখি,
অজান্তে সব মনের মাঝে
কাটে আঁকিবুকি ।
যেদিন দেখি মাঝ আকাশে
একফালি চাঁদ বাঁকা,
খুলে দেখি তোমার ছবি
রাখা থাকে ঢাকা।
কাজলটানা চোখের জাদু
আজও বুঝি না যে,
চোখের পানে চেয়ে চেয়ে
হারাই মাঝে মাঝে।
হারিয়ে গেলে দেখি আমি
কাজলা কালো নদী
এমন কালো কাজল রঙও
দেখিনি আজোবধি।
অনেক স্মৃতি মন মুছলেও
তোমায় মোছা যায়নি;
আমার টিনের চালার বেড়ার ঘরে
তোমায় দেখতে চাইনি।