লিখে চলি আনমনে আমি কবি,
দৃষ্টিতে যা আসে সব,সকল-ই
ভাষা ও কল্পনার জাল-বুননে
সুষমা-ভরা এ কাব্য-গ্রন্থখানি
বন্দিতে তব পদে,হে ছন্দেশ্বরী!
মাগে আশীষ এ মূঢ়,হে মাধুরী!
শব্দ-চয়ন,কাব্যিক মনোরমে
উঠুক ভরে শোভিত গ্রন্থখানি:
পারিজাত কুসুম যথা প্রাঙ্গনে
হয় প্রস্ফুটিত স্নিগ্ধ সমীরণে।