“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় অনুপম দাশশর্মা
by
·
Published
· Updated
যে চওড়া বুকে বসে সংসারের হাট
বাদ কী আছে জায়গা কোথাও?
রিফু করবে বলে তিনি দাঁড়িয়ে আছেন
সংসারের শিয়রে
ভালমন্দের দিনগুলিও চিনেছে
একমুখী নির্ভরতাকে
তিনি সন্তানের চিবুকে চুমু দিয়ে নেমে যান
শ্রমের তরাইজমিতে।
বেয়াক্কেলে কাজের তালিকায় চোখ বুলিয়ে
তিনি সংশোধনের প্রায়শ্চিত্ত করেন,
হাসি চলকে ওঠে সন্তানের ধুসর বোকামির মুখে
গাঢ় ভালবাসার দাগ ঘন হয়ে ওঠে দিনদিন
বাবা বলে গলা ধরে ঝুলে পড়া
অপত্য মমতার।
তিনিই একক, বহুবিবিধ দায়িত্বের আলোকিত আঙিনায়।
পারমিতা, কখনও কী শব্দে ছুঁয়েছ বন্দনায়
যে-মানুষটি অন্ন জোগান দেয় অলিখিত বেদনায়।