কবিতায় মানিক দাক্ষিত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মুক্ত স্বভাবে তুমি শুদ্ধ
সুখের তরে শান্তির তরে
ঘুরলাম কত দেশ-দেশান্তরে;
গির্জা মসজিদ মন্দিরে মন্দিরে,
পাড়ি দিলাম কত পাহাড় সমুদ্রে
তবুও এ-চিত্ত গুমরে গুমরে
বিষণ্ণতায় শুকিয়ে মরে।
চিত্কারে শুধু হাহাকার করে—
কোথায় তুমি বলো আমারে!
দূর হতে কার প্রতিধ্বনি
প্রত্যুত্তর হয়ে ভেসে আসে বাণী–
কোথায় খুঁজছো আমাকে তুমি?
তোমাতেই তো রয়েছি আমি।
কী করে তুমি দেখবে আমাকে
নিজের বাঁধনে বেঁধেছো নিজেকে।
যে-দিন খুলবে নিজের বাঁধন
সে-দিনই পাবে আমার দর্শন।
দেখবে তখন তুমিই নিত্য,
তুমি আলো তুমিই সত্য।
মিথ্যা জগত্ আঁধারে রুদ্ধ,
মুক্ত স্বভাবে তুমি শুদ্ধ।