• Uncategorized
  • 0

কবিতায় মো. আব্দুর রহিম

লেখকের প্রথম কবিতাগ্রন্থ "অভিমান না প্রস্থান?" প্রকাশিত হয় ২০২০ সালে ঢাকার অমর একুশে বই মেলায়। পেশা হিসেবে তিনি সাংবাদিকতা ও ব্যবসাকেই বেছে নিয়েছেন। সাপ্তাহিক গণকথা পত্রিকায় সাংবাদিক হিসেবে হাতে খড়ি নিয়ে বর্তমানে দৈনিক বাংলার মানুষ, সাপ্তাহিক জুলফিকার এর স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার উলিপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

অত:পর সেই তুমি (৪)

অতঃপর সেই তুমি!
কি এক ঠুনকো কথার অভিমানে
নিজেকে আড়াল করবার অভিলাষে
তোমার পদাঙ্ক থমকে আছো।
তুমিহীন বিধুরতর এই পথ
বেমানান, কষ্টের নিবাস খুঁজে
আবারো কষ্টের বিলাপ শ্রবণে
অনাপত্তির বিপত্তি মুক্ত।
অত:পর সেই তুমি!
কষ্টের রুষ্টতর পথের
মধ্য খানে একাকীত্বের প্রলাপ
শোনাতে দৃঢ়তায় গুমরে আছো।
অথচ এমন গুমোটতর বিলাপ
অসহনীয় ছিলো তোমার।
অত:পর সেই তুমি!
অক্টোপাসের শক্ত নখ ভাঙবার
বদলে, সে গুলো নিখুঁত
করলে। আর আমি তাতেই
তন্দ্রাচ্ছন্ন আছি সেদিন থেকে।
অত:পর সেই তুমি!
প্রেরণার দীপ্তির ছোঁয়া মুছে
নেবার আয়োজন সফল করার
মানসমুক্ত হতে পারলে না।
কিন্তু না কোনো আয়োজন মুখ
দেখলো না সেই সফলতার।
অতঃপর সেই তুমি!
এগিয়ে আসো,
প্রেরণার উর্বর ভূমিরূপে; আসো।
সংকীর্নতার উৎসে করো
কুঠারাঘাত। আমিও ভুলে যাবো
বেদনার্ত সময়ের অতীত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *