মেহেফিল -এ- শায়র সুরাইয়া ইসলাম (নির্বাচিত কবিতা)
by
·
Published
· Updated
পেচক
অন্যের মন নিয়ে লিখতে লিখতে অবসন্ন
তোমার মনকে ভালো করে পড়া হয়ে ওঠেনি
চুমুর তুমুল ঝড়ে ভুলতে বসেছি বন্যায় ভেসে যাওয়া
তোমার আলজিহ্বার ক্ষত।
তাই বলে ভেবো না
আমিও তোমার মতো অন্ধ ধ্যানী
আমিতো কেবল শামুকের মতো পায়ের তলায় স্বপ্ন রেখে ফিরেছি
ভাটির বেলায় তোমার চোখে খুঁজেছি আবেগের জলচিহ্ন
অহেতুক ছুটিনি কোনো মরিচিকার পিছে
নাকঘষে মুখ ঠেকাইনি কোনো গোলক ধাঁধাঁর গালে
বরং দাম্ভিকতা মুছেছি কিছুটা হালকা হব বলে।
বাবলার গোড়ালিতে বসে মেলাতে চেয়েছি
তোমার বুকের উষ্ণতা আর নির্লিপ্ততার মানে
অপেক্ষায় থেকেছি এক সুবাহ থেকে আরেক সুবাহ
যখন তুমি ধ্যানভঙ্গ পেচক হয়ে ফিরবে
আমার পৃথিবীর শরীরে।