কবিতায় আবদুস সালাম
আমাদের কঙ্কাল বাসভবন
কঙ্কালের নীরবতা ভেঙে মাথা চাড়া দিচ্ছে দুঃখ
মরুভূমির আনন্দ মেখেছি সারা শরীরে
ক্রমশ ছায়া নেমে আসছে সামুদ্রিক লোনা জলে
সন্ধ্যাহীন উঠোনে বাজছে হাহাকার এর বাজনা
উৎকট নেলপলিশ আর উগ্র ঠোঁটপালিশ তুফান তুলছে রেস্তোরাঁ,বারে
কি জানি তারা এমন স্বপ্ন কেন দ্যাখে
আগামীকাল হয়তো গণিতেরা পাড়বে ঘুম
নিরাকার ভাবনারা নেমে আসবে মহাশূন্যে গভীরে
বিষন্ন দেবতারা মূর্তি ভাঙার শব্দে ঝেড়ে ফেলবে স্বর্গসুখ
কঙ্কালের জিভে ও জল আসছে রক্তহীন শূন্যতায়
দুঃখেরা বাসরঘরে মাতোয়ারা মৃত ফুলের উৎসবে
রক্তাক্ত আকাশ আর বালুঝড়ের সভ্যতা ডানা মেলছে
আদর্শবান মূর্খরা ছিঁড়ে ফেলছে চুল
ভ্রাম্যমাণ দেওয়ালে পুঁতে দিচ্ছে ঔপনিবেশিক পতাকা
মনখারাপ দিয়ে বাসা বাঁধছি বিরহপাড়ায়…