কাব্য গাথায় উৎপল সেনগুপ্ত
by
·
Published
· Updated
।। পুরোনো দিন ।।
যে দিনগুলো আর পড়ে না মনে
স্মৃতির পাতায় নেই তো তারা আর
হাতড়ে বেড়াই মনের মাঝে তাদের
আজকে তারা আমার অহংকার ।
যত্ন করে হয়নি তাদের রাখা
অবহেলায় সব গিয়েছি ভুলে
দিনগুলি আর আসবে না তো ফিরে
জানলে এমন রেখে দিতাম তুলে
অনেক চেষ্টায় আবছা পড়লে মনে
আপনা থেকেই একলা বসে হাসি
তাদের কাছে তুচ্ছ এখন বুঝি
হীরা পান্না মুক্ত রাশি রাশি ।
জীবন বৃত্তের স্বর্ণযুগের সেদিন
আর কখনও আসবে না তো ফিরে
অবসাদে যোগায় বাতাস তারা
আবছা হয়ে থাকে মনে ঘিরে।