সেই থেকে খুঁজে চলেছি তোমায়।
সেই যে কি এক ভাইরাস মহামারী এনে দিয়েছিল পৃথিবীর বুকে।
সেদিন ট্রেনের ভিড়ে হাত ছেড়ে গিয়েছিল আমাদের। আতঙ্কিত মানুষ তখন ছুটে চলেছিল
নিরাপদ আশ্রয়ে।তুমি সেদিন থেকেই হারিয়ে গেলে।
তারপর কত যে মহামারী,কত ভাইরাস! রক্ত চাপ পেরিয়ে এলাম।তবু ভালোবাসা পেরিয়ে ঘর বাঁধা হলোনা আমার,মাথায় জলপট্টি দেবার মানুষ এলোনা! এরই মাঝে একদিন দেখা হয় কলেজের বন্ধু সুমিত এর সঙ্গে।ওর শোবার ঘরের দেওয়ালে তোমার লাজুক ছবিটি দেখলাম। কপালে চন্দনের ফোঁটা,রজনী গন্ধা আতরের ঘ্রাণ পেলাম বাতাসে।বিশ্বাস করো তোমাকে খোঁজা টা এতো সহজ ছিল ভাবতেই পারিনি।অথচ দেখো প্রেম কে পঙ্গু বলতে তোমার জিভ একবার ও কাঁপলো না।